How to Improve Writing Skills in English?
Part 3 - Writing Story
অনেকেরই English Writing Skill করতে গেলে একটু সমস্যায় পড়তে হয়। অনেকে English-এ ভালো, বা English-এ কথা বলতে বা text/chat করতে ভালো পারে, কিন্তু বড়ো Writing ভেবে লিখতে অসুবিধা হয়। কিন্তু Writing Skill-এ অনেক নম্বর থাকে, তাই বাদ দিলে মুশকিলে পড়তে হবে। তো, কী করা যায় ? Here, Simple Tips to improve your written English.
Part 1 - এ general paragraph লেখা শিখেছি।
Part 2 - তে Process Writing শিখেছি।
Part 3 - তে শিখব Story Writing.
Story লিখতে হয় past tense-এ। বেশিরভাগ ক্ষেত্রেই Story শুরু করা যায় "Once upon a time" দিয়ে, যার মানে হল : "একদা কোনও এক সময়..." . Story তে একটা title অবশ্যই দিতে হয়। আর যদি প্রশ্নে বলা থাকে তাহলে Moral অবশ্যই লিখতে হবে।
Story Writing-এ hints বা points দেওয়া থাকবেই। সবার প্রথম কাজ হল, সব কটা points পর পর পড়ে গল্পটার মানে বা কী ঘটনা বোঝাতে চাইছে সেটা বোঝা।
একটা করে দেখা যাক :
Write a story within hundred words based on the following points:
a crow lived on a tree - snake lived in a hole at the foot of the same tree - the snake ate up the crow's young ones - crow stole a necklace of the prince - dropped it onto the snake's hole - the King's men traced it - dug into the hole - snake killed
এবারে points গুলোর মানে বোঝার চেষ্টা করা যাক।
a crow lived on a tree - একটা গাছে একটা কাক বাস করত
snake lived in a hole at the foot of the same tree - একটা সাপ ওই একই গাছের তোলার এক কোটরে বাস করত
the snake ate up the crow's young ones - সেই সাপ কাকটার সব শাবকদের খেয়ে ফেলত
crow stole a necklace of the prince - কাক এক রাজকুমারের গলার হার চুরি করে আনলো
dropped it onto the snake's hole - সাপের গর্তে ফেলে দিল
the King's men traced it - রাজার লোকেরা সেটা খুঁজতে খুঁজতে এসে পৌঁছাল
dug into the hole - গর্তটা খুঁড়ল
snake killed - সাপটা মারা পড়ল
এতেই আমাদের কাছে গল্পটা পরিষ্কার, যে কী আসলে ঘটেছে। এবার এই টুকরো গুলোকে সঠিকভাবে sentence বানিয়ে বসাতে হবে যাতে পুরো মানেটা বেরিয়ে আসে।
এখানে blue তে লেখা অংশটা বানানো বা বাইরে থেকে add করা, কারণ সেটুকু না করলেই নয়। আর black অংশ গুলো একদম points গুলোই বসানো।
Once upon a time, a crow lived on a tree. A snake lived in a hole at the foot of the same tree. One day, the snake ate up the crow's young ones. The crow was very sad and thought of taking revenge. So, the crow stole a necklace of the prince and dropped it onto the snake's hole. The King's men traced it and found the necklace in the whole of the snake. They dug into the hole to get the necklace. They also killed the snake inside. The crow got his revenge on the snake for eating his young ones.
(102 words)
সোজা নয় কি?
অবশ্যই story অনেক ভালো করে লেখা যায়। কিছু সহজভাবে এটাই।
Develop the following outline into a story in about 100 words and add a title to your story.
A sailor - lost way in storm - struggles in water - reaches an island - hungry and thirsty - sees coconut trees - unable to climb - finds monkeys on tree tops - throws stones at them - monkey imitate - threw coconuts at the sailor - flood and drink.
A sailor - একজন নাবিক
lost way in storm - ঝড়ে পথ হারিয়ে ফেলে
struggles in water - জলের মধ্যে বাঁচার চেষ্টা করতে থাকে
reaches an island - একটা দ্বীপে এসে পৌঁছায়।
hungry and thirsty - ক্ষুধার্ত আর তৃষ্ঞার্ত
sees coconut trees - দেখতে পায় নারকেল গাছ
unable to climb - গাছে উঠতে পারে না
finds monkeys on tree tops - দেখতে পেল গাছের মাথায় রয়েছে কিছু হনুমান/বাঁদর
throws stones at them - তাদের দিকে পাথর ছুঁড়ল
monkey imitate - বাঁদরগুলো তাকে নকল করল
threw coconuts at the sailor - নাবিকের দিকে নারকেল ছুঁড়ল
flood and drink - নাবিক খাবার আর পানীয় পেল
Once a sailor went to sea and lost his way in a big storm. His ship broke and he fell into the water. He struggled hard in the water and then somehow reached to an island. He became very hungry and thirsty. He got nothing to eat or drink with him. Then he saw big coconut trees near the shore but, he could not climb the trees. He noticed some monkeys on tree tops. The sailor got an idea and threw stones at them. The monkeys imitated the sailor and threw coconuts at him. The sailor drank and ate the coconut. (102 words)
সবথেকে সোজা ভাবে লিখিয়ে দেওয়া এই story. এতটুকু তো যে কেউ লিখতে পারবে, তাই না ? তাহলে এইটুকু থেকে শুরু করা যাক আস্তে আস্তে আরও ভালো লেখাই যায় ! পুরোপুরি ছেড়ে চলে আসার দরকার নেই পরীক্ষায়।
No comments:
Post a Comment