Tuesday, January 21, 2025

[PART 3] How to excel in English Writing when you are weak in Writing Skill - বাংলায়

 

How to Improve Writing Skills in English?

Part 3 - Writing Story


অনেকেরই English Writing Skill করতে গেলে একটু সমস্যায় পড়তে হয়। অনেকে English-এ ভালো, বা English-এ কথা বলতে বা text/chat করতে ভালো পারে, কিন্তু বড়ো Writing ভেবে লিখতে অসুবিধা হয়। কিন্তু Writing Skill-এ অনেক নম্বর থাকে, তাই বাদ দিলে মুশকিলে পড়তে হবে। তো, কী করা যায় ? Here, Simple Tips to improve your written English.

Part 1 - এ general paragraph লেখা শিখেছি।

Part 2 - তে Process Writing শিখেছি। 

Part 3 - তে শিখব Story Writing. 


Story লিখতে হয় past tense-এ। বেশিরভাগ ক্ষেত্রেই Story শুরু করা যায় "Once upon a time" দিয়ে, যার মানে হল : "একদা কোনও এক সময়..." . Story তে একটা title অবশ্যই দিতে হয়। আর যদি প্রশ্নে বলা থাকে তাহলে Moral অবশ্যই লিখতে হবে। 

Story Writing-এ hints বা points দেওয়া থাকবেই। সবার প্রথম কাজ হল, সব কটা points পর পর পড়ে গল্পটার মানে বা কী ঘটনা বোঝাতে চাইছে সেটা বোঝা। 


একটা করে দেখা যাক :

Write a story within hundred words based on the following points:

a crow lived on a tree - snake lived in a hole at the foot of the same tree - the snake ate up the crow's young ones - crow stole a necklace of the prince - dropped it onto the snake's hole - the King's men traced it - dug into the hole - snake killed


এবারে points গুলোর মানে বোঝার চেষ্টা করা যাক। 

a crow lived on a tree - একটা গাছে একটা কাক বাস করত 

snake lived in a hole at the foot of the same tree - একটা সাপ ওই একই গাছের তোলার এক কোটরে বাস করত 

the snake ate up the crow's young ones - সেই সাপ কাকটার সব শাবকদের খেয়ে ফেলত 

crow stole a necklace of the prince - কাক এক রাজকুমারের গলার হার চুরি করে আনলো 

dropped it onto the snake's hole - সাপের গর্তে ফেলে দিল 

the King's men traced it - রাজার লোকেরা সেটা খুঁজতে খুঁজতে এসে পৌঁছাল 

dug into the hole - গর্তটা খুঁড়ল 

snake killed - সাপটা মারা পড়ল 


এতেই আমাদের কাছে গল্পটা পরিষ্কার, যে কী আসলে ঘটেছে। এবার এই টুকরো গুলোকে সঠিকভাবে sentence বানিয়ে বসাতে হবে যাতে পুরো মানেটা বেরিয়ে আসে। 


এখানে blue তে লেখা অংশটা বানানো বা বাইরে থেকে add করা, কারণ সেটুকু না করলেই নয়। আর black অংশ গুলো একদম points গুলোই বসানো। 


Once upon a time, a crow lived on a tree. A snake lived in a hole at the foot of the same tree. One day, the snake ate up the crow's young ones. The crow was very sad and thought of taking revenge. So, the crow stole a necklace of the prince and dropped it onto the snake's hole. The King's men traced it and found the necklace in the whole of the snake. They dug into the hole to get the necklace. They also killed the snake inside. The crow got his revenge on the snake for eating his young ones. 

(102 words)


সোজা নয় কি? 

অবশ্যই story অনেক ভালো করে লেখা যায়। কিছু সহজভাবে এটাই। 


Develop the following outline into a story in about 100 words and add a title to your story. 

A sailor - lost way in storm - struggles in water - reaches an island - hungry and thirsty - sees coconut trees - unable to climb - finds monkeys on tree tops - throws stones at them - monkey imitate - threw coconuts at the sailor - flood and drink.


A sailor - একজন নাবিক 

lost way in storm - ঝড়ে পথ হারিয়ে ফেলে 

struggles in water - জলের মধ্যে বাঁচার চেষ্টা করতে থাকে 

reaches an island - একটা দ্বীপে এসে পৌঁছায়।

hungry and thirsty - ক্ষুধার্ত আর তৃষ্ঞার্ত 

sees coconut trees - দেখতে পায় নারকেল গাছ 

unable to climb - গাছে উঠতে পারে না 

finds monkeys on tree tops - দেখতে পেল গাছের মাথায় রয়েছে কিছু হনুমান/বাঁদর 

throws stones at them - তাদের দিকে পাথর ছুঁড়ল 

monkey imitate - বাঁদরগুলো তাকে নকল করল 

threw coconuts at the sailor - নাবিকের দিকে নারকেল ছুঁড়ল 

flood and drink - নাবিক খাবার আর পানীয় পেল 


Once a sailor went to sea and lost his way in a big storm. His ship broke and he fell into the water. He struggled hard in the water and then somehow reached to an island. He became very hungry and thirsty. He got nothing to eat or drink with him. Then he saw big coconut trees near the shore but, he could not climb the trees. He noticed some monkeys on tree tops. The sailor got an idea and threw stones at them. The monkeys imitated the sailor and threw coconuts at him. The sailor drank and ate the coconut. (102 words)

সবথেকে সোজা ভাবে লিখিয়ে দেওয়া এই story. এতটুকু তো যে কেউ লিখতে পারবে, তাই না ? তাহলে এইটুকু থেকে শুরু করা যাক আস্তে আস্তে আরও ভালো লেখাই যায় ! পুরোপুরি ছেড়ে চলে আসার দরকার নেই পরীক্ষায়। 


Some points to remember to write a story :

i. Story-writing is a task-dependent type of writing in which a student has to narrate a story based on the outline given in the question paper.

Story Writing-এর জন্য কিছু points বা hints দিয়ে দেওয়া হয়, আর তার ভিত্তিতে একটা গল্প বানাতে হয়। Story Writing-এ points অবশ্যই দেওয়া থাকবে, আর সেগুলো পর পর জুড়ে sentence বানাতে হবে। 

ii. After writing the main story a title or heading is provided. Remember 'title' is seldom written in complete sentence. It contains a few words and tells about the theme or the subject matter. 

মূল গল্প লেখার পর একটি শিরোনাম বা Title দেওয়া হয় Story-র প্রথমে। মনে রাখা দরকার, 'title' সাধারণত সম্পূর্ণ বাক্যে লেখা হয় না। এটি কয়েকটি শব্দের মাধ্যমে গল্পের মূল ভাব বা বিষয়বস্তু প্রকাশ করে। যেমন- The Clever Crow, The Crane and the Wolf 

iii. Story is generally written in past tense. But when dialogues are inserted present tense is used.

গল্প সাধারণত অতীত কালে লেখা হয়। তবে সংলাপ যুক্ত করা হলে বর্তমান কাল ব্যবহৃত হয়।

iv Some stories contain moral. It is written at the end of the story. Usually proverbs are used as morals but you may use a sentence of your own. Here is a list of proverbs:

কিছু গল্পের মধ্যে নৈতিক শিক্ষা (নৈতিকতা/moral) থাকে। এটি গল্পের শেষে লেখা হয়। সাধারণত প্রবাদ বাক্য নৈতিকতা হিসেবে ব্যবহৃত হয়, এটি নিজের মতো লেখা যেতে পারে। এখানে কিছু প্রবাদ দেওয়া হলো: 


PROVERBS for story writing morals: 

A friend in need is a friend indeed

অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু


All covet all lost/Grasp all, lose all

অতিলোভে তাঁতি নষ্ট


All's well that ends well

সব ভালো যার শেষ ভালো


All that glitters is not gold

চক্চক্ করলেই সোনা হয় না


A rolling stone gathers no moss

চঞ্চলমতি ব্যক্তির প্রতিষ্ঠা হয় না


As you sow, so you reap

যেমন কর্ম তেমন ফল


Self help is the best help

স্বাবলম্বন সর্বশ্রেষ্ঠ অবলম্বন


Charity begins at home

আগে ঘর তবে পর


A tree is known by fruit

ফল দিয়েই গাছকে চেনা যায়


Look before you leap

পা বাড়ানোর আগে ভেবে দেখো / কাজ করার আগে ভালো করে ভেবে নাও।


Make hay while the sun shines

ঝোপ বুঝে কোপ মারো


No pains, no gains

'দুঃখ বিনা সুখ লাভ হয় কী মহীতে'


The grapes are sour

আঙুর ফল টক/পান না তাই খাননা


Tit for tat

ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়


Unity is strength

একতাই বল


Waste not, want not

অপচয় না করলে অভাব হয় না


Where there is a will, there is a way

ইচ্ছা থাকলে উপায় হয়


While there is life, there is hope

যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ


To err is human, to forgive divine

ভুল করা মানুষের লক্ষণ, ক্ষমা ঐশ্বরিক


Birds of a feather flock together

চোরে চোরে মাসতুতো ভাই


Honesty is the best policy.

সততা সর্বোত্তম নীতি।


Where there is a will, there is a way.

যেখানে ইচ্ছা, সেখানে উপায়। / ইচ্ছা থাকলেই উপায় হয় 


Slow and steady wins the race.

ধীর এবং স্থির গতি দৌড় জিতিয়ে দেয়।


Hard work never goes unrewarded.

কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না।


Pride goes before a fall.

অহংকার পতনের মূল।


A stitch in time saves nine.

সময়মতো ব্যবস্থা নিলে বড় ক্ষতি এড়ানো যায়।


Kindness begets kindness.

দয়া দয়ার জন্ম দেয়।


Actions speak louder than words.

কাজে প্রমাণ হয়, কথায় নয়।


Do unto others as you would have them do unto you.

অপরের প্রতি তেমন আচরণ করো, যেমনটি তুমি নিজের জন্য চাও।


Fortune favors the brave.

ভাগ্য সাহসীদের পক্ষে থাকে।


Perseverance leads to success.

অধ্যবসায় সাফল্যের চাবিকাঠি।


Better late than never.

একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো


কুসঙ্গে থাকার চেয়ে একা থাকাও ভালো।

Better alone than in bad company.


দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো ।

Better an empty house than an ill tenant 



Hope this will help.  All the best!

Write Paragraph if you fear to write : Check THIS

How to write process writing : THIS

No comments:

Post a Comment

TRY NOW! Learn Spoken English By Yourself at Home! Free & Guaranteed !

 নিজেই শেখ Spoken English  Spoken English in Bengali  Spoken English শেখার ইচ্ছা কার না হয়। অনেক সময় ঘর থেকে বলে কী হবে শিখে, ঘরে কার সাথে ই...