Tuesday, October 1, 2024

How to excel in English Writing when you are weak in Writing Skill - বাংলায়

How to improve the writing skills in English?
[part -1]



অনেকেরই English Writing Skill করতে গেলে একটু সমস্যায় পড়তে হয়। অনেকে English-এ ভালো, বা English-এ কথা বলতে বা text/chat করতে ভালো পারে, কিন্তু বড়ো Writing ভেবে লিখতে অসুবিধা হয়। কিন্তু Writing Skill-এ অনেক নম্বর থাকে, তাই বাদ দিলে মুশকিলে পড়তে হবে। তো, কী করা যায় ? Here, Simple Tips to improve your written English.

সেটাই বলব। 


সমস্যা গুলো কোথায় সেটা আগে দেখা যাক, তবে তো সেই সেই জায়গাগুলোয় সমাধান আনা যাবে। 

১) বইতে বা কোথাও যে examples গুলো করে দেওয়া থাকে তা পড়তে ইচ্ছা করে না, মুখস্ত তো নয়ই। 

২) বেঙ্গলি মিডিয়াম স্কুল English-এ দুর্বল রেখে দিয়েছে। 

৩) English Medium স্কুল হলেও School-এর সিলেবাস-এর বাইরে কিছু পড়া হয়না, চেষ্টা করা হয়না - কারণ সময় নেই। 

৪) স্কুলের টিচাররা ধরে করাতে পারছে না। সময় কম, অনেক students আর প্রত্যেকের সমস্যা আলাদা, আর টিচারদের দায় নেই। 

৫) ছোটবেলা থেকেই English-এ দুর্বল। 

৬) English Grammar-এর knowledge বা English ব্যাকরণে ভালো নয়। 

৭) অন্যমনস্ক তাই silly mistakes হয়, বা এমন ভুল হয় যেগুলো জানা জিনিস তবু ভুল হয়ে গেছে। 

৮) পড়তে ভালো লাগে না। 

৯) English-ই ভালো লাগে না। 

১০) লিখতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড ভালো না, বা কম নম্বর ওঠে। 


তাই তো? ভুল বললাম? নাকি কিছু বাদ গেছে ?


যাহোক, এই গুলো নিয়েই শুরু করা যাক। 

এটা তাদের জন্যই লিখছি, যারা জানে যে তারা দুর্বল, আর তারা ভালো লিখতে চায়। এতে খারাপ ভাবার কিছু নেই, হতেই পারে কেউ ভালো লিখতে পারে না সে যে সেটা বুঝছে সেটাই বাহাদুরি, এবার শুধু চেষ্টাটা লাগবে, tricks আমি দিচ্ছি। 

আর যাদের অল্প-স্বল্প ভুল হয়, বা চাইছো আরো বেশি নম্বর কী করে তুলবে, তাদের জন্যও রয়েছে টিপস। 


English Writing এর Types : 

English Writing-এ অনেক রকম জিনিস লিখতে দেওয়া হয়ে থাকে। 

Paragraph Writing

Biography Writing

Autobiography Writing

Process Writing

Notice Writing

Letter Writing

Dialogue Writing

Descriptive Essay Writing 

Narrative Essay Writing

Report Writing

Summary Writing

Precis Writing

সব গুলো নিয়েই ডিটেলে আলোচনা করা যাক। 


Paragraph Writing একদম ছোট বয়স থেকেই করতে হয়। তখন মাত্র ১০-২০ lines এর প্যারাগ্রাফ স্কুল থেকে লিখিয়ে দিতো আর মায়েরা ধরে বেঁধে মুখস্ত করিয়ে দিত। এখন সেগুলো প্রাইভেট টিউটররা করে থাকে। কিন্তু একসময় শুরু হয় নিজেদের লেখা। যে অভ্যেসটা আগে ছিলই না, হটাৎ করে চলে আসে। তো সেটা কি করে সম্ভব ?


Paragraph Writing-এ অনেক সময় Points বা Hints দেওয়া থাকে, অনেক সময় থাকে না। যদি পয়েন্টস দেওয়া থাকে সেক্ষত্রে সেগুলোকে follow করতে হবে। কীরকম ?

এইরকম : -

Write a Paragraph on Durga puja festival.

Points: biggest festival of Hindus ----> Time: September-October ----------> days of Durga puja -------> Conclusion


সুবিধা : Points দেওয়া থাকলে সুবিধা হল খুব ভাবতে হয়না যে কী কী লিখব। 

অসুবিধা: আর অসুবিধা এই যে নিজের মতো সাজানো যাবে না, যেরকম পয়েন্টস দেওয়া আছে সেই অর্ডার ফলো করতে হবে, যে কোনটার পর কী লিখব। 


এবার আমার writing skill ভালো না, এটা বাদ, তাকাবোই বা প্রশ্নর দিকে, যাবে ১০ / ১৫/ ২০ marks যাক। না। 

একদমই না ছেড়ে কী লিখে marks ছিনিয়ে নেওয়া যায়, সেটা দেখা যাক। অনেক সময় পরীক্ষার বাকি উত্তরগুলোতে ভালো marks না উঠলে, বা একটুর জন্য পাস marks না এলে, টিচাররা এখানে marks দিয়ে দেয়। তাই একদমই ছাড়া যাবে না। বরং আমরা লিখতে পারি এইভাবে :

-----------

১ম পয়েন্ট, biggest festival of Hindus.

এটাকে নিয়ে একটা Sentence বানানো যাক। ইংলিশ-এ Sentence-এর format বা আকার হয় : Subject + Verb + Others (object)

তাহলে এই পয়েন্ট এ subject কী? Subject মানে যার সম্পর্কে লিখছি, আর সেটা হলো Durga Puja. Verb হল "is" বাকিটা হল points-এ যা দেওয়া আছে। 

তাহলে, Durga Puja is the biggest festival of Hindus. - দুর্গা পুজো হল হিন্দুদের সবথেকে বড় উৎসব। ('the' হল, কারণ Biggest যার মানে সব থেকে বড়, Adjective-এর superlative ফর্ম, তাই এর সামনে 'the' বসছে।)

---------

২য় পয়েন্ট,  Time: September-October.

colon (:) এর আগের শব্দটা / word আমাদের বোঝার জন্য ওটা sentence-এ colon এর সাথে বসবে না। সেক্ষত্রে, একইভাবে সেন্টেন্স হবে :

Durga Puja is celebrated in September-October. - দুর্গা পুজো September-October মাসে অনুষ্ঠিত হয়, বা পালন করা হয়। Subject - আবারও Durga Puja যেটা প্রথমে বসেছে sentence-এর। 

------

৩য় পয়েন্ট, days of Durga puja.

এটা একটু খাটনির। এখানে নিজে থেকে লিখতে হবে। এগুলো তো সবাই জানে, কিন্তু কী ভাবে লিখবে? 

অবশ্যই ছোট ছোট সোজা সহজ sentence-এ যাতে করে ভুল কম হয়। বড় লম্বা sentence লেখলে বেশি নম্বর হয় তা নয়, ঠিক লিখলে নম্বর হয়। আমরাদের একটা অভ্যেস আছে, আমরা যখন বাংলায় ভেবে English-এ sentence বানাতে যাই, আমরা Translate বা অনুবাদ করার চেষ্টা করি word-by-word . এটা ভীষণ বড় ভুল। কারণ বাংলা বাক্য আর English Sentence এর প্যাটার্ন আলাদা। যেমন, বাংলায় শেষে ক্রিয়া বা Verb বসে, আর English-এ দ্বিতীয় স্থানে। এরকম আরও আছে। তাই বাংলায় ভেবে নেওয়া ভালো কিন্তু অনুবাদ নয়। এতে সহজ জিনিস কঠিন হয়, আর ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 

এই পয়েন্ট টা বাংলায় ভেবে নেওয়া যাক: -

বাঙালিদের দুর্গা পুজো ৫ দিন হয়, ষষ্টি, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। এটা বলা হয়ে থাকে যে দেবী দুর্গা এই সময় তার বাপের বাড়ি বেড়াতে আসে। চার দিন মহা সমারোহে পুজো হওয়ার পর দশমীর দিন হয় দেবীর ভাসান। এই দিন দুর্গা মূর্তিকে কাছাকাছি নদীতে ভাসান দেওয়া হয়। 

এগুলো আমরা সবাই জানি।এবার এগুলোকে English-এ লেখা যাক। দুটো জিনিস মনে রাখবো : ওয়ার্ড গুলোর English name আগে ভেবে নেব, আর বাক্যটা হবে Subject + Verb + Object/Extra - এই ফরম্যাট-এ। 


তাহলে, বাংলার প্রথম বাক্য অনুযায়ী Subject 'বাঙালিদের দুর্গা পুজো'. 

Bengali's Durga Puja is celebrated for 5 days. (suitable verb- is celebrated /পালন করা হয় ) 

English to Bengali Translation - বাঙালিদের দুর্গা পুজো পালন করা হয় ৫ দিন ধরে। 

উচ্চারণ: বেঙ্গলিস দুর্গা পুজা ইস সেলিব্রেটেড ফর ফাইভ ডেস.


Full Sentence: Bengali's Durga Puja stays for 5 days, Sashthi, Saptami, Astami, Navami and Dasami. 


দ্বিতীয় বাক্য,

It is believed that Goddess Durga returns to her father’s home during this time. 

English to Bengali Translation- এটা বিশ্বাস করা হয়, দেবী দুর্গা ফিরে আসে তার বাপের বাড়িতে এই সময়ে। (/ বিশ্বাস করা হয় যে এই সময়ে দেবী দুর্গা তার বাবার বাড়িতে ফিরে আসেন।)

উচ্চারণ: ইট ইস বিলিভ্ড দ্যাট গডেস দুর্গা রিটার্নস টু হার ফাদার্স হোম দিউরিং ডিস্ টাইম। 


তৃতীয় বাক্য : চার দিন মহা সমারোহে পুজো হওয়ার পর দশমীর দিন হয় দেবীর ভাসান।

ভাসান ইংলিশ :  immersion 

মহা সমারোহে ইংলিশ :  Grand Celebration 


Final Sentence: After four days of grand celebration, on Dasami, immersion of Goddess Durga takes place.

[take place - মানে ঘটা, এটা একটা phrasal ভার্ব। 's' হল কারণ present tense এ subject third person singular number]

[Goddess - দেবী]

উচ্চারণ: আফটার ফোর ডেস অফ গ্রান্ড সেলিব্রেশন, অন দশমী, ইমারশান অফ গডেস দুর্গা টেক্স প্লেস। 


পরের বাক্য : এই দিন দুর্গা মূর্তিকে কাছাকাছি নদীতে ভাসান দেওয়া হয়। 

[Idols মানে মূর্তি

for - জন্য

local - আশেপাশের 

river - নদী 

immersion - ভাসান

carried - বয়ে নিয়ে যাওয়া ]


Final Sentence: On this day, idols are carried to local rivers for immersion. 

উচ্চারণ: অন ডিস্ ডে, আইডলস আর ক্যারিড টু লোকাল রিভার ফর ইমারশান।

পুরো পয়েন্টটা দাঁড়াল -

Bengali's Durga Puja stays for 5 days, Sashthi, Saptami, Astami, Navami and Dasami. It is believed that Goddess Durga returns to her father’s home during this time. After four days of grand celebration, on Dasami, immersion of Goddess Durga takes place. On this day, idols are carried to local rivers for immersion. 

কম হলেও খারাপ না, তাই না? একদম ০ তো আসবে না ! সব থেকে সহজ এর থেকে কম আর কী বা হয় !

এরপর আসে Conclusion, যেটার মানে হল উপসংহার। 
Conclusion (কনক্লুশন) বা উপসংহার শেষেই হয়, আর প্রথমে হয় Introduction (ইন্ট্রোডাকশন) বা সূচনা। এগুলো বলা থাকে বা না থাকে লিখতে হয়। এখানে পুরোটাই নিজের ধারণা থেকে লিখতে হয়। সেই topic নিয়ে তুমি কী জানো বা বোঝো বা ভাবো। না জানলে বা না ভাবলেও জোর করে ভাবতে হবে, কোন উপায় নেই। 

এখানেও একটা দু' লাইনের Conclusion লিখে ফেলা যাক !

The festival of Durga Puja brings peace, happiness, and prosperity. Various forms of cultural programs and events are performed on the eve of this festival. Durga Puja conveys the message of unity, integrity and the win of good over bad.

উচ্চারণ: দা ফেস্টিভ্যাল অফ দুর্গা পুজো ব্রিংস পিস্, হ্যাপিনেস এন্ড প্রসপারিটি। ভ্যারিয়াস ফর্মস অফ কালচারাল প্রোগ্রামস এন্ড ইভেন্টস আর পারফর্মড অন দি ইভ অফ ডিস্ ফেস্টিভ্যাল। দুর্গা পুজা কনভেস দ্য ম্যাসেজ অফ যুনিটি, ইন্টিগ্রিটি এন্ড দ্য উইন অফ গুড ওভার ব্যাড। 

[ festival - উৎসব 
brings- বয়ে আনে 
peace- শান্তি 
happiness- আনন্দ 
prosperity- সমৃদ্ধি
Various forms - বিভিন্ন ধরণের 
cultural programs- সাংস্কৃতিক অনুষ্ঠান
performed- অনুষ্ঠিত হয় 
eve- evening বা সন্ধ্যা
conveys- বোঝায়
message- বার্তা 
unity- একতা
integrity- অখণ্ডতা
the win of good over bad- খারাপের ওপর ভালোর জয় ]

তাহলে আমাদের paragraph ready ! 

_______________________________________________________________
Write a Paragraph on Durga puja festival.

Points: biggest festival of Hindus ----> Time: September-October ----------> days of Durga puja -------> Conclusion

Durga Puja Festival

Durga Puja is the biggest festival of Hindus. Durga Puja is celebrated in September-October. Bengali's Durga Puja stays for 5 days, Sashthi, Saptami, Astami, Navami and Dasami. It is believed that Goddess Durga returns to her father’s home during this time. After four days of grand celebration, on Dasami, immersion of Goddess Durga takes place. On this day, idols are carried to local rivers for immersion. The festival of Durga Puja brings peace, happiness, and prosperity. Various forms of cultural programs and events are performed on the eve of this festival. Durga Puja conveys the message of unity, integrity, and the win of good over bad.

106 Words!!! Not Bad. You did it Meaw.


এরপর আসি এমন paragraph যেখানে points/hints দেওয়া নেই।
এক্ষত্রে সুবিধা হল নিজের ইচ্ছা মতো জিনিস লেখা যায়, কোনটার পর কোনটা লিখতে হবে তার বাধ্য বাধ্যকতা নেই। 
অসুবিধা, অনেক সময় কী কী লেখা যায়, সেটা ভেবে ওঠা যায় না। 

Write a paragraph on Importance of Morning Walk in our life.

একটা সোজা paragraph, যেটা আমরা সবাই জানি। Paragraph এর Heading দেওয়া উচিত, যেটা আমরা প্রশ্ন থেকেই পেয়ে যাব। যেমন এখানে Heading হবে Importance of Morning Walk in Our Life.

এবার ভেবে নেওয়া যাক কীকী লেখা যাবে এখানে। 
মর্নিং ওয়াক-এর ভালো কী ?
১. সকালের শুদ্ধ হাওয়া পাওয়া যায়। 
২. গোটা দিন energetic থাকা যায়। 
৩. শরীর ভালো বা ফিট রাখে 
৪. মন ও ভালো থাকে 
৫. সকালের সৌন্দর্য্য উপভোগ করা যায় 
৬. দিনে অনেকটা সময় পাওয়া যায়। 
৭. ভালো exercise হয়। 
৮. ডাক্তাররা উপদেশ দেয় Morning Walk এর। 
৯. heart ভালো থাকে, রক্ত চলাচল ভালো হয়, অনেক অসুখ থেকে দূরে থাকা যায়। 

তো আমরা এই ৯টা পয়েন্ট ভেবে নিলাম। এবার আমরা তিনটে ভাগ করে paragraph লিখব। Introduction, body, conclusion.

Morning walks are very important for our health and well-being. It is said that 'Health is Wealth'. So, everyone should walk in the morning. It has many benefits, so, even doctors advise to do morning walk regularly. 

খুব সহজ ভাষায় এটা হল Introduction. এটার বাংলা হবে -
মর্নিং ওয়াক আমাদের স্বাস্থ্য ও সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলা হয় 'স্বাস্থ্যই সম্পদ'। তাই সবার উচিত সকালে হাঁটা। এর অনেক উপকারিতা রয়েছে, তাই, এমনকি ডাক্তাররাও নিয়মিত মর্নিং ওয়াক করার পরামর্শ দেন।

৮ নম্বর পয়েন্ট টা আমরা ব্যবহার করে নিলাম, এবার বাকিগুলোকে গুছিয়ে লিখব। এখানে subject: Morning Walk - কারণ আমরা এটা সম্পর্কেই লিখছি। কখনও - we বা আমরা। 

Point: (১. সকালের শুদ্ধ হাওয়া পাওয়া যায়। 
শুদ্ধ হাওয়া: fresh air) 
Sentence: When we go for a walk early in the morning, we get fresh air. (Bengali Translation: যখন আমরা সকালে হাঁটতে যাই, আমরা শুদ্ধ বাতাস পাই)

Point: (২. গোটা দিন energetic থাকা যায়।)
Sentence: For that, we feel energetic and happy throughout the day. (Bengali Translation: এর জন্য, আমরা গোটা দিনটা কর্মশক্তিপূর্ণ ও খুশি থাকতে পারি)

Point: (৫. সকালের সৌন্দর্য্য উপভোগ করা যায়)
Sentence: Morning walks also let us enjoy the beauty of nature, like the sunrise, chirping birds, and flowers. (Bengali Translation: মর্নিং ওয়াক এর ফলে আমরা প্রাকৃতিক সৌন্দর্য্য, যেমন সূর্যোদয়, পাখির ডাক, ফুল ইত্যাদি উপভোগ করতে পারি)

Point: (৩. শরীর ভালো বা ফিট রাখে
৭. ভালো exercise হয়।) 
Sentence: Walking in the morning is a great way to exercise and keep our body fit. (Bengali Translation: সকালে হাঁটলে খুব ভালো ব্যায়াম হয় আর আমাদের শরীর ভালো থাকে)

Point: (৪. মন ও ভালো থাকে )
Sentence: A healthy body is a healthy mind. So, when our body is fit, our mind also becomes fit. (Bengali Translation: একটা সুস্থ শরীর, একটা সুস্থ মনকে ধরে রাখে। তাই যখন আমাদের শরীর ভালো থাকে, আমাদের মনও ভালো থাকে)

Point: (৬. দিনে অনেকটা সময় পাওয়া যায়।)
Sentence: When we wake up early in the morning for walk, we get more time in a day to finish all our works. (Bengali Translation: যখন আমরা মর্নিং ওয়াক এর জন্য সকাল সকাল উঠি, আমরা গোটা দিনে অনেকটা সময় বেশি পাই যাতে আমাদের সব কাজ শেষ করে ফেলা যায়)

Point: (৯. heart ভালো থাকে, রক্ত চলাচল ভালো হয়, অনেক অসুখ থেকে দূরে থাকা যায়।)
Sentence: It helps us stay active, makes our heart stronger, improves blood circulation and improves our mood. (Bengali Translation: এটা আমাদের সক্রিয় রাখে, আমাদের হৃৎপিণ্ড-কে শক্তিশালী বানায়, রক্ত চলাচল ভালো করে এবং আমাদের মুড ভালো রাখে।)

Conclusion: 
Starting the day with a morning walk is a simple way to keep our body strong and our mind happy, making it an important part of a healthy lifestyle. 
(Bengali Translation: মর্নিং ওয়াক দিয়ে দিন শুরু করা আমাদের শরীরকে শক্তিশালী এবং আমাদের মনকে খুশি রাখার একটি সহজ উপায়, এটি স্বাস্থ্যকর জীবনধারার একটি গুরুত্বপূর্ণ অংশ।)

এখানে খুব সোজা English words ব্যবহার করা হল। আর Bengali Translation দেখে বোঝা যাচ্ছে যে লাইনগুলো একদমই কঠিন না, আমাদের সবার জানা জিনিস।
__________________________________________________________________
পুরোটা একসাথে দেখে নেওয়া যাক :

Write a paragraph on Importance of Morning Walk in our life.

Importance of Morning Walk in Our Life

Morning walks are very important for our health and well-being. It is said that 'Health is Wealth'. So, everyone should walk in the morning. It has many benefits, so, even doctors advise us to do morning walks regularly. 
When we go for a walk early in the morning, we get fresh air. For that, we feel energetic and happy throughout the day. Morning walks also let us enjoy the beauty of nature, like the sunrise, chirping birds, and flowers. Walking in the morning is a great way to exercise and keep our body fit. A healthy body is a healthy mind. So, when our body is fit, our mind also becomes fit. When we wake up early in the morning for a walk, we get more time in a day to finish all our work. It helps us stay active, makes our hearts stronger, improves blood circulation, and improves our mood. 
Starting the day with a morning walk is a simple way to keep our body strong and our mind happy, making it an important part of a healthy lifestyle. 

180 words !! Cool ! We did it. 

_______________________________________________________________

Important Points:
 
1. ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস, প্রত্যেক ধরণের writing-এর ধরণ আলাদা হয়। কখনও Third Person, কখনও First Person, কখনও formal বা কখনও casual style এ হয়ে থাকে। সেগুলো খেয়াল রাখা দরকার। 

2. Essay বা Paragraph Third Person এ লেখা ভালো। যেমন প্রবন্ধ হয়ে থাকে। Narrative Essay বা Descriptive Essay যদি দেয় যেখানে বলা থাকে "তোমার দেখা ঘটনা, তোমার লক্ষ্য, তোমার পরিবেশ, তোমার স্কুলের অনুষ্ঠান" তখন First Person ব্যবহার করতে হবে, অর্থাৎ 'I' বা 'we' হবে subject. 

3. Present Tense -এ লিখতে হয়। 


এগুলো সবাই পদ্ধতি এবং টিপস, প্রাকটিস না করলে রাইটিং স্কিল ভালো হয় না। Skill মানেই যাতে লাগে practice. দেখাই যাচ্ছে অনেক কিছুই নিজে থেকে লিখতে হয়, সেই আইডিয়াটা ভিতরে আনতে হবে, সেটা কোথা থেকে আসবে, যেগুলো আগে করা আছে। ইনপুট না দিলে আউটপুট কিভাবে হবে, তাই অল্প আধটু চোখ বোলালেও চলবে সেই রাইটিং যেগুলো করে দেওয়া থাকে, বইতে বা অনলাইন-এ। সেগুলো অনেক ক্ষেত্রেই কঠিন লাগতে পারে, তার জন্যই এই পদ্ধতি আমার লেখা। অন্তত  Introduction আর Conclusion-এ নিজেকে নিজেই বাঁচাতে হবে, আর জানতে হবে কিছু words যেগুলো না ব্যবহার করলেই নয়। আর একটা বড় ব্যাপার হলো - পারবোনা পারবোনা ভেবে আমরা try ই করি না। চেষ্টাটা করতেই হবে। বাজে হোক, খুব ভালো না হোক, কিছু তো হবে। নিজে সেটুকুও লিখতে পারলে খুব আনন্দ লাগে। 


-----------------------------------------------------------------------------
Extra Tips:

একটা Writing এর জন্য notebook নাও। 
১) যে writing গুলো বইতে বা online-এ করে দেওয়া থাকে সেখান থেকে reading পরে নিজের মতো points তৈরী করে নেওয়া যেতে পারে। যেগুলো তুমি জানো তুমি মুঘস্ত রাখতে পারবে। 
২) Words collection - বেশ কিছু  words যেগুলো না ব্যবহার করলেই নয়, সেগুলোরও নোটস করা যেতে পারে। 
৩) নিজে কোনো writing লেখার পর, নিজে পড়। ভুল গুলো নিজের চোখেই ধরা পড়বে কিন্তু overthinking নয়। 
৪) নিজে কোনো writing লেখার পর, একই topic-এর কোনো writing এর সাথে তুলনা করো। এতে দুটো জিনিস হবে, নিজে কিরকম লিখছো বুঝতে পারবে, এই ফাঁকে ভালো একটা writing পড়া হবে। 
৫) Sentence Construction আর বানান ভুল হলে নম্বর কাটে, তাই সেগুলোর দিকে নজর দিতে হবে। তাই জানা word নিয়ে easy sentence বানানোই ভালো। 
points পর পর follow করতে হবে, আগে পরে যেন না হয়। 
৬) কতটা লিখতে হবে, সেটা ঠিক করা থাকে অনেক সময় প্রশ্নতেই। ৮০ শব্দ বা ১০০/১৫০ এমনকি কিছু ক্ষেত্রে ২৫০। যদি বেশি লেখা সম্ভব না হয়ে থাকে, অন্তত ৮০ শব্দ লেখা ভালো। ৩০/৪০ খুউউউউব কম। 
৭) Paragraph বা essay তে অনেক জায়গায় ১ তা paragraph করলেই চলে। মানে একই সাথে গোটা লেখা। কখনও ৩ তে paragraph করা যেতে পারে। সেক্ষেত্রে Introduction একটা paragraph প্রথমে, conclusion একটা paragraph শেষে, আর মাঝে গোটা জিনিসটা। যদি  Introduction বা  conclusion একটা লাইন হয়, সেক্ষেত্রে paragraph ভাগ করাটা বাজে লাগে। Paragraph আলাদা আলাদা করতে হলে, প্রতি paragraph-এ ৪ লাইন অন্তত লিখতে হয়। 

 

Tips for Pro Writing Technique:

১) Vocabulary strong রাখা দরকার। একই word পর পর sentence-এ ব্যবহার নয়। 
২) কী লিখব বুঝতে না পারলে, একই কথা বার বার বলা যাবে না। এতে examiner খুশি হয় না। 
৩) Trendy words, grammar ব্যবহার করতে হবে। যে কোন ভাষাই সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। নতুন নতুন ভাবে বলার ধরণ আসে, grammar-এর format পরিবর্তন আসে। তাই updated থাকতে হবে। 
৪) পয়েন্ট-এর থেকে বেশি লিখলে ক্ষতি নেই যদি word limit-এর মধ্যে হয়, কিন্তু যা লিখতে বলেছে, তার বাইরে লেখা কেউ পছন্দ করে না। 
৫) Introduction, Conclusion অবশ্যই থাকবে এবং দু থেকে তিন লাইনের হতে হবে। ভালো হয় যদি সুন্দর ভাষার ব্যবহার থাকে এবং কাটাকুটি না থাকে। 
৬) Practice, Practice, Practice! শুধু পরীক্ষার জন্য লেখাই নয়, ওতে bore লাগতে পারে। Poem বা Story বা Diary লেখার মাধ্যমেও প্রাকটিস করা যায়। কেউ judge করতে আসবে না। নিজের মত করে সাজিয়ে লেখা যাবে। 
৭) লেখার শেষে অবশ্যই পড়তে হবে যাতে করে ভুল গুলো বেরিয়ে যায়। sentence construction-এ ভুল থাকলেও সেটা লেখার পর reading পড়লে ধরা  যায়। 
৮) লেখার আগে কী লিখবে পুরোটা ভেবে নিলে সুবিধা হয়, লেখাটা গোছানো হয়। নয়ত কিছু লেখার পর দেখা যায়, একই রকম পয়েন্ট পরের দিকে দেওয়া আছে। 
৯) Writing Skill কখনোই খুব অচেনা আসেনা, তাই কাছাকাছি topic গুলো নিয়ে কিছু লেখা ঘেঁটে রাখা ভালো। 
১০) কল্পনা শক্তি বাড়াতে হবে। 
১১) অনেক সময় একটা লাইন ভাবার পর সেটাকে ইংলিশ-এ আনতে অসুবিধা হয়, সেক্ষত্রে মানেটা একই রেখে sentence টা অন্যভাবে ভেবে দেখ। Complex Sentence-এ না এলে Simple বা Compound-এ ভাব। 
১২) Writing Skill করার সময় অন্য দিকে মন না দেওয়াই ভালো, এতে চিন্তার Flowটা কেটে যায়। 
__________________________________________________________

পার্ট ১ এখানেই শেষ। সাহায্য করতে পারলে খুশি হবো।
 Thank You 


No comments:

Post a Comment

[PART 2] How to excel in English Writing when you are weak in Writing Skill - বাংলায়

How to Improve Writing Skills in English? Part 2 - Writing Process অনেকেরই English Writing Skill করতে গেলে একটু সমস্যায় পড়তে হয়। অনেকে Engli...