Monday, March 17, 2025

TRY NOW! Learn Spoken English By Yourself at Home! Free & Guaranteed !

 নিজেই শেখ Spoken English 


Spoken English in Bengali 

Spoken English শেখার ইচ্ছা কার না হয়। অনেক সময় ঘর থেকে বলে কী হবে শিখে, ঘরে কার সাথে ইংলিশ-এ কথা বলবি। যদিও এটা আজকাল অতটা বলেনা, কারণ কম বেশি সবাই জানে ইংলিশ এখন সব জায়গায় ভীষণ দরকার। অনেক সময়ে কোনো ইন্সটিটিউশন-এ গিয়ে শেখার মতো সময় বা ইচ্ছা বা টাকার অসুবিধা থেকে যায়। Spoken English এখন যেমন সব ক্ষেত্রে লাগে আগে বিভিন্ন জায়াগায় বা চাকরির ক্ষেত্রে শুধু লাগলেও এখন তো কোনো museum বা কোথাও ঘুরতে গেলেও লাগে, আর English Medium School-এ তো class- এও লাগে। Spoken English অনেকে শুধু স্টাইলিশ লাগে শুনতে তাই শেখে, ক্ষতি কী ! ভালো জিনিস যে কোনো excuse-এই শেখা যায়। আমাদের দেশে যেমন এত্ত রকম ভাষা রয়েছে তাই সংযোগকারী ভাষা হিসেবে আমাদের ইংরেজি লাগবেই লাগবে। বাইরের দেশে দেখলে অবাক হয়ে যেতে হয়, সেখানে সব কিছু শুধু তাদের ভাষাতেই পাওয়া যায়, আর এখানে সব জায়াগায় ইংরেজি, পাড়ার হোটেল থেকে পান-বিড়ি-সিগারেটের দোকান অবধি। Learning Spoken English সব থেকেই helpful.

So, Can I learn Spoken English near me without fees? 

Yes, It's in Your Own Home.

তো, ঘরে আমরা কি Spoken English শিখতে পারি ? - Practice Spoken English At Home

ঘরে অনেক ইন্সটিটিউশন-এর থেকে ভালো ভাবে শেখা যায়। কেন বলি, আমি একটা নামকরা institution- এ দেখেছি তারা শুধু grammar শেখাচ্ছে English-এর। Students রা প্রিন্ট আউট মুঘস্ত করতে করতে যাচ্ছে পরিক্ষার আগে। Grammar Important নিশ্চই, কিন্তু Grammar মুঘস্ত করে Spoken English হয় না।

Spoken English without grammar: English বলতে গেলে সবার প্রথমে দরকার English Grammar ভুলে যাওয়া। কারণ ভাষা এসেছে আগে। Grammar চেষ্টা করে ভাষাকে কিভাবে নিয়মের মধ্যে ফেলতে পারে, তাতে সবাই একই নিয়ম মেনে যদি ভাষাটা আয়ত্ত করে তাহলে একে-অপরকে বুঝতে কোনো অসুবিধা হবে না। Grammar পরে এসেছে তাই জন্যই তো Grammar-এ এতো ব্যতিক্রম দেখা যায়। কারণ সেগুলো মানুষ বলে ফেলেছে, আর সেটা পুরোপুরি নিয়মের মধ্যে পড়ছে না। একজন ছোট বাচ্চা যখন কোনো ভাষা শেখে বা কথা বলতে শেখে, সে আদৌ গ্রামার শেখে না। আমাদের মাতৃভাষার ক্ষেত্রেও তাই। Grammar ভাবতে বসলে English-এ কথা বলার সময় সেটা আমাদের আরও বেশি confuse করে দেয়, overthinking করতে বাধ্য করে। এই line-টা এরম বলব নাকি এরকম। ওতে কোনো উপকার হয় না, খুব খুব grammatical sentence কখনও কখনও খুব উদ্ভট শুনতে লাগে। যারা English-এ কথা বলে, তারা অবধি grammatically বলে না। simply সেটার কোনো দরকার নেই। যেটা বলবো সেটা এমনিই নিজে থেকে আসা দরকার।

এটা কি আমার কথা ? না, একজন ভীষণ বড় Irish playwright and critic George Bernard Shaw এটা বলে গেছেন। যেটা তার 'Spoken English vs Broken English' - এ ভীষণ স্পষ্ট করে লেখা আছে। তার লেখা পড়লে, বোঝা যায় তার ভাষার উপর অসাধারণ দক্ষতা ছিল - সেটার dialect, মানুষের উচ্চারণ সব কিছু ভীষণ ভালোভাবে analyse করতে পারতেন তিনি, আর ততটাই আনন্দদায়ক ছিল তার লেখার ধরণ। তিনি স্বয়ং বলেছেন যে English অনেক রকম হয়। এবং যারা পুরোপুরি English-এ কথা বলে সেটা হল 'presentable English'. English-এ 'correctness' বলে কিছু হয় না।

Spoken English নিজে থেকেই শেখা যায়, যদি সঠিক ভাবে চেষ্টা করা যায় - লাগতে পারে একটু guidance। Spoken English classes join করা যেতে পারে যদি নিজে থেকে motivation এর অভাব থাকে বা কুঁড়েমি লাগে, spoken English classes বা online class join করলে একটা প্রেসার থাকে -এইটাই। কিন্তু তারা কতটা ভালো শেখাবে তাতে সন্দেহ আছে।  

'Spoken English vs Broken English' PDF link - ( 1st page to 11.)

যদি তোমার জানার থাকে how spoken English can be improved, তাহলে এই post তোমার জন্য। এখানে spoken English daily use sentences, spoken English conversation, silent words এসব বলা হয়নি। এটা একটা সহজ guide যে কিভাবে spoken English শেখা দরকার। সব কিছুই করার জন্য একটা পদ্ধতি লাগে।পদ্ধতি ছাড়া সময় বেশি লাগে যেমন, তেমনই আসল ফল পাওয়া যায় না। আসো দেখা যাক !




Tips to Learn Spoken English: - Spoken English for beginners/kids/students

Spoken English এর মানে হল English Speaking. Spoken English -এর জন্য দুটো জিনিসের প্রাকটিস লাগে। 

১) Speaking 

২) Hearing 


তো, সবার প্রথমে দরকার শুধু এই দুটো জিনিস Practice করা। 


কারণ conversation মানে একজন কথা বলবে আর একজন শুনবে। আর সে শুনে তার উত্তর দেবে। তাই সব থেকে আগে লাগবে speaking আর hearing প্র্যাক্টিস। Yeap, Practice.

Hearing Practice, Spoken English -এর জন্য ভীষণ দরকার। 


এখন, Spoken English -এর জন্য চিরাচরিত suggestion হচ্ছে: English Newspaper পড়ো। 


কিচ্ছু হয় না। 


English Newspaper পড়তে ভীষণ বোরিং। English Newspaper এর ভাষা কথা বলার ভাষা পুরো আলাদা, অনেক word বেশ কঠিনও। English Newspaper-এর topic খুব কমই ইন্টারেষ্টিং হয়। খুঁজে খুঁজে পছন্দমত topic পেয়ে পড়তে শুরু করলেও পুরো পড়া অবধি ধর্য্য খুব একটা থাকে না, মাঝে মাঝে আটকে গেলে সেগুলো চেক করা দরকার বা হয়ত কোনো dairy-তে word collection করে রাখা দরকার। এতো খাটনি করলে speaking টা কিভাবে হবে ? 


দরকার নেই English Newspaper.


আরও সহজ পদ্ধতি আছে। তাই জন্যই দরকার Hearing Practice.


কিভাবে? 

Check Out:

১) English News 

২) English Songs 

৩) English Movie

৪) English Podcast 

৫) English Talk Show 

৬) English Cartoon or Kid's Channel 

৭) English Story/Poem Recitation (আবৃত্তি)


এগুলো দেখা আর শোনা দুটোই সম্ভব একসাথে বা শুধু শোনাও যায়। তাতে audio-visual input হয় আমাদের English. মানে Double Input. 

অনেক গুলো option, right?

আর available ও। যে কোনো জায়াগায়, বসে-দাঁড়িয়ে-শুয়ে শোনা যায়। সময় বাঁচে। আর interesting-ও। 

অথবা যদি কারও কার্টুন দেখতে ভালো লাগে, তাহলে টিভি তে হিন্দি ভার্সন না দেখে ইংলিশটা শোনা প্রাকটিস করা যেতে পারে। 


Hindi আমরা তো বেশি ভাগ Hindi serial আর Hindi song থেকেই শিখে যাই, তাই না? English-এর আহামরি কী ? ওটাও একটা ভাষা। এখন তো লোকে Korean-Japanese শিখে যাচ্ছে একই ভাবে। তাতেই বোঝা যাচ্ছে না কি যে এটা কতটা effective?

English-এর সেক্ষেত্রে দুটো সুবিধা আছে। 


ক) Song থেকে শেখা easy আর fun. 

কোনো serial বা talk show তে আমরা দেখতে পাই body-language. কোনো কথা নতুন হলেও আমরা আন্দাজ করতে পারি - ওহ এটার মানে এটা ! বাকিটা কাউকে জিজ্ঞেস করে বা খুঁজে বের করা যায়।

খ) আর সব থেকে ভালো ব্যাপার হল song lyric বা এই জাতীয় show তে সেই English বলা হয় যেটা আমরা মুখে বলি অর্থাৎ বেশি টাই Spoken English. Newspaper-এর English হল লেখার English.


 

১) English Song শোনার পর দরকার হলে, কিছু আটকালে আমরা lyric দেখে সেটা বুঝে নিতে পারি সহজে। কারণ আমরা English-এ বেশি familiar. যেটা অন্য ভাষায় গানে সম্ভব নয় !

২) English Movie বা Show প্রথমে দরকার subtitle ছাড়া শোনা, তারপর না বুঝলে subtitle পরে বোঝা। নিজে বুঝে গেলে তো আনন্দ। না বুঝলে কষ্ট করার দরকার নেই, কারো কাছে যাওয়ার নেই শুধু subtitle on করলেই হলো। এগুলো একটানা কথা এগোয় না, অনেক character, অনেক action ঘুরে ফিরে আসে, তাই bore লাগে না। এতে শেখাটা তাড়াতাড়ি হয়। 



যে কোনো ভাষার ম্যাজিক এটাই যে, ভাষা হলো free. Maths যেমন নিয়ম মেনে করতে হবেই, কিন্তু ভাষাটা নিজের মতো। ভাষার নিয়ম হলো Grammar

সেটা আমরা কেন শিখি ? সবাই মোটামুটি এক নিয়ম follow না করলে কেউ কারও কথা বুঝবে না। 

যেমন: কেউ বলল : I English read school.

কেউ বলল : English read school I.

তাহলে কে কার কথা বুঝবে? তাই English এর নিয়ম করা হয়েছে। Subject+ Verb + Extra. 

এইরকম। 


ভাষা সব সময় পরিবর্তন হয়, update হতে থাকে। তাই trend-এ থাকা দরকার যেটা মুভি,টক্ শো ও এই জাতীয় জিনিসে থাকে। 

এই process-এ অযথা সময় নষ্ট হয় না। লাইন-এ দাঁড়িয়ে, ট্রেন-এ বসেই সম্ভব হয়। আর যারা ইংলিশ স্টাইল করে বলতে ভালোবাসে তারা অযথা English-কে হিজিবিজি করে না বলে, এই ভাবে বলা adopt-ও করতে পারে। বলার স্টাইল শুনে শুনেই চলে আসে।

এই নিয়ে একটা জিনিস বলে রাখি, সবার বলার English আলাদা। Indian-রা বেশি ভাগ অন্যদের copy করতে ভালোবাসে, ওই দিকে অন্য ভাষার লোকেরা, যেমন France-এ অনেকেই English জানলেও অনেক সময় English বলতে চায় না। Japanese রা English-কে গর্বের সাথে নিজেদের মতো করে নিয়েছে, তারা Toilet কে Toire উচ্চারণ করে। Wednesday কে বলে ওয়েদোনেসোদে। Russian-দের English শুনতে বেশ আলাদা কেমন H এর সাউন্ড বেশি থাকে। আর English ভাষাভাষী দেশ গুলোর তো কথাই নেই, UK English র US English তো ভীষণ ভাবে আলাদা তো হয়ই, Australian দের English উচ্চারণও আলাদা। তাছাড়া প্রত্যেক মানুষের নিজস্য স্টাইল তো থাকেই। শিখতে গেলে সবই শুনতে হবে, বুঝতে হবে, তাই এর থেকে ভালো প্রাকটিস আর কী?
এখানে অনেকে অনেক রকম ভাবে ইংলিশ বলে। Indian English তুলনামূলক ভাবে স্পষ্ট গোটা গোটা সাউন্ড। আমার মনে হয় না এতে লজ্জা পাওয়ার কিছু আছে। India তো বিভিন্ন ভাষা ভাষীর মানুষের দেশ। আমাদের ভাষাতো বাইরের সবাই ঠিক করে বলতে পারে না। এখন নিজেদের মধ্যে যখন আমরা সংযোগকারী ভাষা হিসেবে English বলছি, কষ্ট করে ঠোঁট উচু করে অযথা অঙ্গভঙ্গি করা বাধ্যতামূলক করার দরকার কী! মনের ভাব প্রকাশ বড়, আর fluent হওয়া, অর্থাৎ না থেমে বলা। কেউ যদি এমনিই ভালো হয়, তো ভালো। সেটা তার দোষ নয়, তেমনই যদি কেউ ভালো ইংরেজি বলে যেটা অন্যের tone কে copy করে নয়, সেটাও দোষের হওয়া উচিত নয়।

ভাষা রয়েছে নিজের মনের কথা অন্যকে বোঝানোর জন্য, অন্যেরটা বোঝার জন্যও। তাই প্রথম হলো ঠিক বলা নয়, অন্তত তোমার কী চাই, কী দরকার সেটা সামনের লোককে বোঝানো। যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে সেটুকুই প্রথম। Grammar পরে এসেছে, আগে এসেছে ভাষা। তাই গ্রামার-এ অনেক exception বা ব্যাতিক্রম থাকে। 



শোনার পর্ব তো গেল, এবার আসি Speaking-এ বা বলার ব্যাপারে। 

আমরা যে দেখি অনেক সময় অনেক English speaking লোক বাংলা বলছে, তারা কি লজ্জায় মরে যাচ্ছে ? যা পারছে তাই তো চেষ্টা করছে। আমরাও তো কেউ মুখের উপর হাসছি না, উল্টে মনে হয় বেশ লাগছে শুনতে। 
এখানেও তাই, বলতে গেলে লজ্জা পেতে হবে না।  আমরা কেউ পেট থেকে শিখে আসিনা এসব কসরৎ করেই শিখতে হয়। সবাই একদিন এই ভাবে শিখেছে। 
Now, এটা কাটিয়ে উঠব কী করে ? 

First, কারও সামনে বলতে হবে না। 
একটা mirror বা আয়না নাও, যেখানে কেউ নেই সেখানে বসে/দাঁড়িয়ে/শুয়ে আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে ১০-২০ মিনিট যা মনে আসে বলে যাও English এ. Trust me ! It Helps. আরে না কথা বললে তো speaking শেখা যাবে না। আগডুম বাগডুম just বলে যাও। সব টাই ভুল হওয়া অসম্ভব ! 
বই পরে এটা হয় না। practice লাগে। তাই কথা বলতেই হবে। যা মনে আসে তাই বলো। ঠিক হতে হবে না, ভুলটাই বলো। কিন্তু বলো। খুব simple জিনিস বললেই হবে। যেমন - Today is a lovely day. I woke up early. My mother woke me up. Then I brush my teeth. etc...... 
যেটা regular করো, যেটা তোমার ভালো লাগে বা খারাপ লাগে। তাতেই হবে। তুমি নিজেই দেখতে পাবে improvement.
নিজেকে প্রথমে বোলো, কেউ হাসবে না, কেউ দেখবে না। এটা ফার্স্ট স্টেজ। 

মাথার ভিতরে কথা বানানো আর বলা সেটাই দরকার speaking এর জন্য। এখন যদি এক দিনেই সবটা সম্ভব হয় না, মাথার ভিতরে কথা গুছিয়ে English- এ এনে পুরো speech টা deliver করা সহজ নয়। সেক্ষেত্রে লিখে ফেলো। ৫/১০ লাইন - পশু নিয়ে, পাখি নিয়ে, নিজের কথা, বেস্ট ফ্রেন্ড, hobby নিয়ে, family নিয়ে লিখে ফেলো। তারপর পরে নাও আর তারপর সেটা আয়নার দিকে তাকিয়ে বোলো। আটকালে দেখে নাও, কিন্তু রিডিং পড়ো না। 

যদি একা বলতে খারাপ লাগে, তাহলে try google assistant বা google voice search. দেখা যাক google কতটা তোমার কথা বুঝতে পারছে। isn't it fun?

এই যে বললাম ভাষা ভীষণ স্বাধীন, তাই একটা কথাকে অনেকভাবে বলা যায়। অনেক ভাবে এই জন্যই বলা যায় যে বিভিন্ন পরিপ্রেক্ষিতে সেটাকে যাতে ব্যবহার করা যায়, আর যাতে শুনতে ভালো লাগে। তাই শোনার practice টা দরকার - যে কিরকম বললে শুনতে ভালো লাগছে। নিজে থেকেই বোঝা যাবে যে বাক্যটা শুনতে অদ্ভুত লাগছে মানে কিছু হয়ত ভুল বলছি। 

যখন English শোনার practice হয়, তখন নিজে ভুল বললে সেটা নিজের ধরা পরে যায়। তারপর নিজে কথা বললে নিজের কোথায় ভুল হচ্ছে বোঝা যায়, সেটাকে শোধরালে আস্তে আস্তে ঠিক হয়ে যায় অনেক কিছু। কথা বলা মানে শুধু ঠিক বলা তাই তো নয় - 
  • confidence আসে, 
  • ভয় কাটে, 
  • যেটা ভাবছি সেটা মুখ থেকে বলতে পারছি কিনা, সেটা জানা যায় 
  • অনেক সময় জানা জিনিস মুখের সামনে আসে না, বলতে বলতে সেটা চলে আসে,
  • কথায় fluency বা speed আসে, 
  • উচ্চারণ বা pronunciation improve হয়,
  • কথার মাঝে থামা, শ্বাস নেওয়া, সুন্দর ভাবে বলা practice হয়, 
  • ভুল আর ঠিক শোনার practice হয়, 
  • কোনো কথা গুছিয়ে বলতে পারছি কিনা সেটা দেখা যায় 
  • কেউ হাসার নেই, ভয়ে লাগার নেই 
  • নিজেকে ভালো করে জানা যায়
  • মনে রাখার ক্ষমতা বাড়ে 
আরও অনেক লাভ হয়। 

এবার অনেকের tendency থাকে বা হ্যাবিট থাকে যে নিজের ভাষা থেকে ইংরেজিতে translate করা। 
Do Not Do That 
নিজে ভেবে নাও, যে কী বলবে বাংলাতে। ঠিক আছে। তাই বলে ট্রান্সলেট করা প্র্যাক্টিস করো না। Bengali আর English দুটো ভীষণ আলাদা। এই অভ্যেস গড়ে উঠলে ক্ষতিই হবে, ছোট ছোট সেন্টেন্স ঠিক হলেও বড়ো সেন্টেন্স ভীষণ ভুল হবে আর শুনতে ভালো লাগবে না। 
ভিতর থেকে automatic ভাবে কথা বেরোক, তবেই সুন্দর হবে। 

কেন এটা বললাম?
একটা উদাহরণ নিই।

আজ রাস্তায় একটা বিড়াল দেখলাম। - এখন এটা যদি word to word translate করে তাহলে সেটা হয়ত কিছুটা এমন হবে -

Today on road a cat saw.

এটা ভুল।

ঠিকটা হল : Today I saw a cat on the road.

বাংলায় ক্রিয়া বা verb বাক্যের শেষে বসে, আর ইংরেজিতে দ্বিতীয় স্থানে, subject এর পরে।
English Sentence: Subject + Verb + Extra (object or more)


এটা এমন কিছু কঠিন নয়, tension বা pressure নেওয়ার দরকারও নেই। Take it Easy আর ভালোবেসে করো। 
অনেক সময় AI voice assistant সাহায্য করে কথা বলতে, আর যেটুকু আটকাবে, ধর preposition বা tense সেটা google করে বা chatGPT বা meta কে প্রশ্ন করে খুব সহজেই জেনে নেওয়া যায়। 

তাহলে কি কিছুই পড়ার দরকার নেই ?
এমনটা নয়, পড়া ভালো জিনিস। এতে নতুন words শেখা যায়। 

কোনটা পড়লে ভালো হবে?

প্রথমত, নিজের থেকে কম বয়সের বাচ্চাদের জন্য লেখা গল্পের বই। pdf হতে পারে, বা লাইব্রেরি বা চেনা কারো থেকে নেওয়া বই পড়লেই চলবে। কিন্তু হতে হবে বাচ্চাদের। 

কারণ, সেটা সহজ। তাই পড়তে interest লাগবে, নতুন words ও শেখা হবে অথচ প্রতি লাইন এই আটকে যেতে হবে না complex meaning বা নতুন বড় words, figure of speech ইত্যাদির জন্য। 
এরপর আস্তে আস্তে level up করতে হবে। 
বাচ্চাদের পর, teen দের বই এরকম ভাবে। 
তবে পছন্দটা নিজের। 

এখন অনেক mobile game পাওয়া যায়, যার ইংরেজি উপযুক্ত আর মজাদার।

কী জাতীয় গল্প পড়তে হবে ? 

প্রথমে হয়ত, ছোট গল্প বা fantasy story বা চেনা গল্প। অর্থাৎ যে গল্পগুলো আমরা শুনেছি, বা কার্টুনে বা animation-এ বা অন্য জায়াগায় দেখেছি। হয়তো খুব ছোট ছোট গল্প যেখানে moral থাকে শেষে অথবা মুগলি-র মত কোনো উপন্যাস। অথবা Disney stories বা বাংলার folk tale বা বাচ্চাদের গল্প English translation - গোপাল ভাঁড় ইত্যাদি। 

এগুলো পড়া সহজ, যেটা বিনা ধাক্কায় পড়ে ফেলা যাবে সেটায় ইন্টারেস্ট বেশি হয়। এখন হয়ত অনেকে ভাববে পুরোটা যদি পড়তেই পারি তাহলে নতুন কী শিখলাম ?

পড়লে কোনো ক্ষতি হয়না, বরং story-তে একটা situation অনুযায়ী কথা আর dialogue গুলো জানা যায়। আর এটা তো শুধু পড়া হল, নিজে থেকে মুখে বলা হল কি ? না ! এগুলো মুখে বলাটা কখন কেমন কিভাবে হবে তার যেন একটা demo পাওয়া যায়। অবশ্যই কিছু নতুন words, idioms, proverbs শেখা যায়। কোনোটাই বেকার নয়। অন্তত newspaper এর থেকে effective. 

একই জায়গায় থেকে গেলে হবে না, যখন এই সব বই জল-এর মতো সোজা হয়ে যাবে, তখন একটু কঠিন বই নিতে হবে। মাত্র একটু খানি তুলনায় কঠিন বই নিতে হবে। এখন এক এক জনের level অনুযায়ী গল্প হয়তো এক এক রকম হবে, কিন্তু কিছু বই আমি বলি, যেগুলো specifically স্কুল students দের জন্য করে করা হয়েছে এমন বই ভালো হয়। অনেক দেশি-বিদেশী English Author রয়েছে যাদের গল্প edit করে ছোটদের পড়ার মতো করে করা হয়। সেগুলো ভালো option. তাছাড়া Indian Authors যারা English-এ লেখে আমি বলব তাদের গল্প try করতে। কেন? কারণ literature এমনি জিনিস, কোনো গল্প যে জায়গায় জন্মায়, সেই জায়গার মানুষ, culture, related events সব কিছুকে নিয়ে আসে। তো, Indian Writer দের গল্প India তেই জন্মায়, তাতে এখানকার মানুষ, তাদের ব্যবহার, আচার-আচরণ, নিয়ম-নীতি, সমাজ-সংস্কৃতি সব কিছুকে তুলে ধরে। যেটা বোঝা আর একাত্ম করা সহজ হয়। তাই পড়াটা entertaining, easy আর useful হয়। এরকম Writers হল R K Narayan, Mulk Raj Anand, Ruskin Bond আরও অনেক কেউ আছেন। এনাদের বই, short story collection গুলো পড়ার মতো। R K Narayan এর Malgudi Days, Swami and Friends হল দুটো উদাহরণ। রবীন্দ্রনাথ ঠাকুর বা অন্যান্য writer দের অনেক গল্প English Translation হয়েছে। সেগুলোও ভালো option. গল্পই পড়তে হবে শুধু তা নয়, কবিতা, প্রবন্ধ, আর্টিকেল সব চলে। এরকম অনেক জিনিসই pdf এ পাওয়া যায়, যদি কারও বই কেনা সম্ভব না হয় তখন। 

তাছাড়া পড়া যেতে পারে magazines - যে রকম interesting লাগে। fashion হতে পারে, games হতে পারে। যেখানে ছোট ছোট কোনো টপিক বলা থাকে, বা বিশেষত কোনো ইন্টারভিউ থাকে, সেগুলো পড়া ভালো। 

জোড়ে জোড়ে reading পড়লেও Spoken English-এর উন্নতি হয়। Benefits of Spoken English reading:
১) উচ্চারণ 
২) মুখের এক্সারসাইজ 
৩) fluency 
৪) Spoken English hearing

আর একটা ভালো হ্যাবিট হচ্ছে, কোথাও কোনো লেখা যদি English আর Bengali দুটো তেই লেখা থাকে, তখন আমাদের tendency থাকে বাংলাটা পড়ার। কিন্তু সেক্ষেত্রে English-এ ভালো করতে হলে প্রথমে English-টাই পড়তে হবে, তারপর বাংলা। এরকম ট্রেন, বাস, মেট্রো, রাস্তা ঘাটে অনেক পাওয়া যায়। Poster, flyers, banners, advertisement... Try তো করাই যায় নাকি ?

Not Spoken English Exercise But Spoken English Practice: 

হ্যাঁ, Spoken English - এটার মানে হলো কথা বলা, বই-এ দাগ দিয়ে বা লিখে homework করা নয়, খুব মুখস্থ করাও নয়। হ্যাঁ, বেশ কিছু জিনিস মনে রাখার দরকার আছে, সেগুলোকে বার বার বলতে হবে, কোথায় কখন কিভাবে ব্যবহার করা যাবে সেটা ভাবতে হবে, নিজের কথার মধ্যে ব্যবহার করতে হবে। ওটাই Practice - পুরোটাই নিজের মধ্যে। এটা তো মজাদার - লেখার বা খাতা ভর্তি করার কিছু নেই, বরং নতুন word শিখলে বানিয়ে ফেলো একটা বাক্য। একটা নতুন phrase বা sentence শিখলে, সেটাকে নিজের writing, বা dairy লেখার সময়, বা কারো সাথে কথা বলার সময় ব্যবহার কর। 
যেমন ধর একটা নতুন phrase শিখলে : "with flying colours" যার মানে হল "কোনো অসুবিধা ছাড়াই"
তো ধরো আগে বলতে : I will pass the test easily. 
এখন সেটা বললে : I will pass the test with flying colours.
শুনতে unique হলো, নয় কী?

এগুলো হল idioms. Idioms এর list পাওয়া যায় পড়ার জন্য, কিন্তু কোথায় ব্যবহার না করলে মুখস্থ করে কি হবে শুধু ? এমনিও ধরে মুখস্থ করতে অনেকেরই ইচ্ছা হয় না, right ?

Extra Tips to Learn SPOKEN ENGLISH - Advance Spoken English


থেমে থাকলে হবে না, নিজের ভালোর জন্য নিজেই চেষ্টা করতে হবে। Spoken English book বা Spoken English pdf অনেক ক্ষেত্রেই শুধু theory শিখিয়ে গেছে, কোনটাকে কী বলে, কী ভাবে কথা বলা কাজ করে। কিন্তু এতে আসলে শেখা কিছু হয়না - জানা যায়। কিন্তু অতটা পড়তে ইচ্ছা করে না TBH (To be Honest- সত্যি কথা বলতে). তবে অনেক Spoken English Youtube ভিডিও আছে, website বা spoken English App আছে যেগুলো English practice করতে help করে, সে সুবিধা তো নেওয়াই যায় ! AI থেকেও spoken English শেখা যায়। Pronunciation-এ অসুবিধা হলে, direct Google-এ গিয়ে সেই word টা লিখে লেখো pronunciation. Sound দিয়ে, lip movement আর syllable ভেঙে উচ্চারণ দেখিয়ে দেবে google. তাহলে আর তোমায় আটকায় কে ? Google যদি করেই থাকো, বা কেউ যদি dictionary ব্যবহার করো, তাহলে একটা word দেখার সাথে সাথে তার synonyms আর antonyms অর্থাৎ সমার্থক আর বিপরীতার্থক শব্দও শিখে নিতে ভুলো না। 

একটা ডায়েরি বা পুরোনো খাতা নিয়ে তাতে নতুন নতুন শেখা words গুলো মানে সহ লিখে রাখা যেতে পারে। রোজ সেগুলো প্রথম থেকে এক বার করে পড়লেও শেখা হয়। 

বেশি করে, phrasal verb, idioms, tongue twister শিখলে ভীষণ হেল্প হয়। কথা enrich হয়, boring লাগে না, সেই সাথে উচ্চারণ ভালো হয়। 
উচ্চারণ practice টাও ভালো জিনিস। Theater-drama যারা করে, তারা গলা ভালো রাখার প্রাকটিস করে, এতে ক্ষতি নেই বরং ভালোই হয়, তো মনে হলে তোমরাও চেষ্টা করতে পারো, নয় কি ?

এর পর এর স্টেজ হল Spoken English Conversation বা অন্যের সাথে কথা বলা। নিজের শোনার জন্য English শিখে কী হবে? আমাকে অন্যদের বলতে হবে। তাই confidence build করার পর এবার অন্যদের সাথে বলতে হবে। 

কথা বলতে গেলে ভীষণ প্রধান হল কী বলব সেটা জানা, তার মুখের দিকে তাকিয়ে কথা বলা, mainly চোখের দিকে আর তাড়াহুড়ো না করা। 
কারও সাথে কথা বলতে হলে, যদি reply দিতে কয়েক second দেরি হয়, সে কিছুই মনে করবে না, ঠিকই wait করবে। তাড়াহুড়ো করলে উচ্চারণ আর কথা দুটোই ঘেঁটে ঘ হয়ে যাবে। Take Your Time. তুমি বলবে বলে সামনের লোক অপেক্ষা করছে ব্যাপারটাই তো স্পেশাল। নয় কি? 
😉

অনেকেই মুখ খুলে কথা বলে না, কেন? কথা বলতে গেলে বাকযন্ত্রের ব্যবহার তো লাগবেই। 

ভালো করে নিজের jaw আর lips এর ব্যবহার করা দরকার কোনো কথা ডেলিভার করতে গেলে, এতে কথা স্পষ্ট হয়, কথায় জোর আসে। তোমাকে কেউ এলেবেলে ভাববে না। 
আর একটা জিনিস হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। কথার মধ্যে হাত বা কাঁধ বা মাথা নাড়ানোটা ভালো প্র্যাক্টিস। কোনোটাই অতিরিক্ত ভালো নয়, কিন্তু কাজে লাগে ভালোই। এগুলো দিয়ে নিজে কথা কাউকে ভালো করে বোঝানো যায়, সেই সাথে শরীরের মুভমেন্ট হয়, যাতে কথা বলার ভয়, জড়তা বা কাঁপুনি কম হয়। Try It.

drama/play বা নাটকের script পড়া বা শোনা যেতে পারে। আর সেই সাথে দরকার regular updated থাকা। কারণ ভাষা প্রায় প্রতিদিন পরিবর্তন হয়। যেমন :
wanna - want to
gonna - going to
I'm home - আমি বাড়ি ? - না মানে আসলে 'আমি বাড়ি এসে পড়েছি'। 
এরকম অনেক মজার মজার phrase আছে যেগুলোর unique মানে হয়। "Step on the gas", "Stay Frosty"

ভাষা সব সময়েই আপডেট হয় আর কথার মধ্যে ব্যবহার করলে শুনতে ভালো লাগে, smart লাগে। সেই গুলো ঘেঁটে দেখা যেতে পারে। এরকম অনেক abbrivation ও আছে যেগুলো generation-এর সাথে সাথে আসে। Improved English speaking- এর জন্য আর সবার নতুন নতুন কথা বোঝার জন্য খুব ভালো হয় যদি এই ধরণের phrase গুলোকে follow করা যায়। কোথায় পাওয়া যাবে ? English শেখানোর চ্যানেলে, গেম-এ, movie-তে, social media posts এ, interview-তে - অনেক জায়গা থেকে এগুলো শেখা যায়। ইচ্ছা থাকলেই হবে আর খেয়াল করে শুনতে হবে। এগুলো ছাড়াও যে কোনো grammar বইতে উপমা, প্রধানত idioms আর phrasal verbs থাকে, সেগুলোও বাক্যে ব্যবহার করলে সুন্দর লাগে। 
পড়ার কথা যখন উঠলো তখন বলি, synonyms বা সমার্থক শব্দ আর antonyms বা বিপরীতার্থক শব্দ শিখে রাখা ভালো, তাহলে fluency আসে, ভাবতে কম হয়। একটা কথা বলতে গিয়ে যদি আটকে যায়, কোনো শব্দের ইংরেজি মনে পড়ছে না, সেরকম মনে হয়, তাহলে sentence-টাকে অন্যভাবে সাজিয়ে বললেই মিটে যায়, ওই একটা শব্দ ভেবে সময় নষ্ট না করে। তাছাড়া interchange of parts of speech শেখা ভিষন উপকারী। এগুলো হ্যাবিট হয়ে যায়। এটা সেই Grammar-এর transformation of Sentences এর মতো। 

Spoken English in Bengali এ বেশি শেখা হয় প্রথম প্রথম যখন আমরা ছোট্ট থেকে English শিখি। আমরা বাংলাতে মানে পড়তাম। সেটা ভুল নয়, কিন্তু বাচ্চা বয়সের পর বাংলাটা শেখার সাথে সাথে একটা করে বা দুটো করে একই জিনিসের ইংরেজি মানে শিখে রাখলে খুব ভালো হয়। অর্থাৎ antonyms শিখে রাখার কথা বলছি। এতে word collection বাড়ে - বা নতুবা words শেখা হয়। কিরকম জায়গায় কিরকম word মানানসই হয়, সেটা বোঝা যায়। Spoken English বা English Writing এর সময়ে ভাবতে কম হয়, মাথায় বাংলা আসার আগে ইংরেজিটাই সুন্দরভাবে চলে আসে। তাই English টা English- এই শেখা ভাল। একই কারণে বলবো Spoken English in Bengali নয় Spoken English in English-এ করতে। 

Spoken English Sentences for daily use দিয়ে শুরু করা যেতে পারে। তারপর আসে Advance Spoken English. এর জন্য লাগে মনে রাখা আর practice. syllable, silent words, stress, সঠিক pronunciation ইত্যাদি। অনেকটাই থাকে British বা American English-কে নকল করা। কিন্তু যেসব পয়েন্টস গুলো উপরে আলোচনা করা আছে, সেগুলো করলেই কিছু দিনের মধ্যে দেখা যাবে অনেকটাই improvement হয়ে গেছে magic এর মত, তবে সবটাই তোমার পরিশ্রমের ফল।

একটা ভাষা বলতে গেলে সেটাকে সেটার মতো করে deliver করার দরকার পরে। তাই সেটা একটু প্রাকটিস করার দরকার হতে পারে। অনেকের হাত ঘামে, গলা কাঁপে, গলা আটকে আসে, বুক ঢিপঢিপ করে, nervous লাগে, পা কাঁপে। সবই normal - it's okay. নিজেকে শান্ত কর, ভয়টা কাকে? কে খেয়ে ফেলবে বা মেরে ফেলবে ? এই প্রাকটিস-এর জন্যই প্রথমে আয়না দেখে কথা বলতে বলা। আর যদি কোনো কথা emotion দিয়ে বলা হয়, সেটার fluency দারুন হয়। খুব রাগে বা ভয়ে যেমন হয়। নিজেকে confident দেখতে হবে, ভুল হচ্ছে বলায়, তাও। থামলে চলবে না, ups কী সব বলছি সেসব ভাবলে চলবে না। attitude টা রাখতে হবে। কারও মুখের দিকে, মূলত চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়। চোখের দিকে তাকানো না গেলে, দুটো eye-brows এর মাঝে তাকালেও একই রকম লাগে, যাকে বলা হচ্ছে তার মনে হয় তুমি মুখের দিকেই তাকিয়ে আছ। অত্যাধিক হাত পা শরীর নাড়ানোর দরকার যেমন নেই, কিন্তু doll-এর মতো দাঁড়ানোটাও বাজে - উল্টে হাত নাড়িয়ে, মাথা নাড়িয়ে - যেগুলোকে বলে body language - এর মাধ্যমে কিছু বোঝানো বা express করা তুলনামূলক ভাবে সোজা হয়।  তবে এটা প্রত্যেকের সুবিধার উপর ছেড়ে দেওয়া ভালো। অতিরিক্ত কোনোটাই ভালো না। তাছাড়া কিছু কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দিকে নজর রাখতে হয়।
কার থেকে কতটা দূরে দাঁড়িয়ে কথা বলব, বা গলার ভয়েস কতটা জোরে হবে ইত্যাদি।

এখানেই শেষ। THANK YOU! 

TRY IT OUT AND SEE THE RESULT! SHOCK EVERYONE!

ALL THE VERY BEST!
আমাকে জানিও তোমাদের progress, কোনো অসুবিধা হলেও জানাতে ভুলো না। 



No comments:

Post a Comment

TRY NOW! Learn Spoken English By Yourself at Home! Free & Guaranteed !

 নিজেই শেখ Spoken English  Spoken English in Bengali  Spoken English শেখার ইচ্ছা কার না হয়। অনেক সময় ঘর থেকে বলে কী হবে শিখে, ঘরে কার সাথে ই...