Tuesday, July 9, 2024

English Subject-Verb Agreement Rules and Examples in Bengali

 

Subject Verb Arguments

 Subject Verb Arguments Rules And Examples:

Rule One: যদি Subject টি একবচন হয়, তাহলে প্রথম পুরুষে একবচন (third-person singular number) ছাড়া অন্যান্য ক্ষেত্রে বর্তমান কালের verb এর কোনো পরিবর্তন হয় না।

*বর্তমান কালে, যদি Subject টি প্রথম পুরুষে একবচন (third-person singular number) হয়, তবে ক্রিয়াপদের (verb) শেষে অবশ্যই একটি "-s" যোগ করতে হবে বা, যদি verb টি -x, -ss, -sh,  ch, –tch, বা –zz, দিয়ে শেষ হয়, তাহলে verb-র শেষে "–es" যোগ হবে। যদি verbটি একটি ব্যঞ্জনবর্ণ (consonant) "-y" দিয়ে শেষ হয়, তাহলে y সরিয়ে "–ies" যোগ করতে হবে। 

উদাহরন: 
drink a lot of water. (Subject: First Person Singular- উত্তম পুরুষে একবচন)
You know the boy well. (Subject: Second Person Singular - মধ্যম পুরুষে একবচন)
She writes every day. (Subject: Third Person Singular - প্রথম পুরুষে একবচন)
He boxes the gifts quickly. (Subject প্রথম পুরুষে একবচন, verb- এর শেষে "x")
She carries her own stuff. (Subject প্রথম পুরুষে একবচন, verb- এর শেষে "y")

** একইভাবে, "do" শব্দটি জড়িত এমন প্রশ্নগুলিতে কেবলমাত্র "do"-এর subject-র সাথে মিল থাকা দরকার।
উদাহরন:
Do you drink coffee?
Do I know you?
Does he know how to play football?

**বর্তমান কালের নেতিবাচক রূপটি (negative form) ব্যবহার করার সময়, শুধুমাত্র  "do" verb-এর subject এর সাথে মিল থাকতে হবে। 
উদাহরন: 
She does not like reading before bed. 
He does not sleep at all.
do not like fish.
We do not agree with you.

সহজ কথায় বলতে গেলে,

SUBJECTS যদি I, YOU হয়
VERBS হবে eat, see, sleep, read, write, jump, do, carry, cry ইত্যাদি

SUBJECTS- HE, SHE, IT, THE KID, THE BOY, THE MAN, RAM, SITA, RAHUL ইত্যাদি হলে    
VERBS হবে eats, sees, sleeps, reads, writes, jumps, does, carries, cries ইত্যাদি

**যদি sentence-এ verbটি "be" হয় তবে বর্তমান কালের subject অনুযায়ী "is" এবং "are" বসাতে হবে। .

উদাহরন :
am the person you want.
You are very honest.
She is a good girl.
He is the first boy.
Rohit is a wonderful batter. 
They are teachers from our school.


Rule Two: যদি subject টি বহুবচন বা plural হয়, তাহলে verb এর form এর কোনও পরিবর্তন হবে না। .
উদাহরন : 
They write every day. (Third Person Plural)
We love Biriyani. (First Person Plural)
You go home by bus. (Second Person Plural)


** The simple past and simple future -এর ক্ষেত্রে subject-এর সংখ্যা বা একবচন বা বহুবচন হওয়ার উপরে verb এর form নির্ভর করে না। 
উদাহরন :
( simple future )
We will go to the market today.
She will go to the office.
They will visit the theatre. 
( simple Past )
We grew up in India.
She grew these crops.
You forgot the script.
They forgot to bring the bottle.

**ব্যতিক্রম, "be" verb, যেটা past tense-এর ব্যবহারের সময় subject এর singular - plural অনুযায়ী "was" বা "were" হতে পারে।  

উদাহরন : 
was young once. (Simple Past Tense First Person Singular Subject)
We were young once. (Simple Past Tense First Person Plural Subject)
You were perfect for this job. (Simple Past Tense Second Person Singular Subject)
They were playing football. (Past Continuous, Third Person Plural Subject)
She was playing Ludo. (Past Continuous, Third Person Singular Subject)
Was this your doing? 

**Present Perfect Tense-এ একবচন বা singular subject-এ "has" ব্যবহার হয় এবং বহুবচন বা plural subject-এ "have" ব্যবহার হয়।
উদাহরন :
They have seen the movie.
She has not seen the movie yet.
Have I told you about the new book?
Has he understood the question?

*যদিও, Past Perfect Tense-এর ক্ষেত্রে "had" auxiliary verb subject-এর সংখ্যা অনুযায়ী পরিবর্তন হয় না। 
উদাহরন : 
had finished my work.
They had not finished his work.
Had she not written the essay?

সহজ কথায় বলতে গেলে,
I, YOU, WE, THEY এর পরে "ARE", "WERE", "HAVE" আর "HAD" বসে। 
আর, Third person singular, যেমন, HE, SHE, IT, RAM (যে কোনো নাম), THE TREE (কোন বস্তু), THE BABY এসব এর পরে বসে "IS", "HAS", "HAD" .


Rule Three: যখন subject এক-এর থেকে বেশি হয়, আর সেগুলি "and" দিয়ে যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে verb-এর Plural form হবে। 
উদাহরন : 
The students and the teachers gather here.
The parents and the children stay in the room.
Fire and water do not agree.

**যদিও কিছু কিছু ক্ষেত্রে "and" দিয়ে যুক্ত থাকা subject singular বা একবচন হিসেবে ব্যবহৃত হয়, তাহলে verb-এরও singular form ব্যবহার হবে। 
উদাহরন : 
This bed and breakfast is delightful! (এখানে "Bed and Breakfast" মানে থাকা-খাওয়ার ব্যবস্থা বোঝানো হয়েছে, যেটা singular, তাই verb singular হয়েছে।)
আরও উদাহরন : 
Time and Tide wait for none.
( সময় আর ঢেউ কারও জন্য অপেক্ষা করে না। )
Rise and Fall is a rule of life.
( উত্থান-পতন জীবনের ধর্ম। )

Rule Four: যখন কোন sentence-এ একটি subject এবং একাধিক verb থাকে, তখন সব verbগুলি subject অনুযায়ী ব্যবহার হবে।
উদাহরন : 
After work, I go shopping, pick up the kids, cook dinner, and then relax for the night. 
Researchers use interviews as a tool to gather data and gain a deeper insight into participants' thoughts and experiences.


Rule Five: যখন subject এবং verb-এর মধ্যে একটি বাক্যাংশ বা phrase চলে আসে, তখনও verbটি আসল subject অনুযায়ী বসে। মূলত যখন যখন subject এর পর  "as well as", "along with", "with", "together with" থাকে। 

উদাহরন : 
The student, as well as the committee members, is excited.
The politician, along with the newsmen, is expected shortly.
The student with all the master’s degrees is very motivated.
Strategies that the teacher uses to encourage classroom participation include using small groups and clarifying expectations.
The focus of the interviews was some skilled participants.
A group consisting of Professor Roy, the guide Mr Paul, and the professor’s nephew Raja departs for the volcano. 

**যখন কোনো সাবজেক্ট "one of....." দিয়ে শুরু হয়, তখ সেটা singular-ই হবে, কারণ "one" শব্দটি singular 
উদাহরন : 
One of the world’s well-known players still has trouble speaking in public. 


Rule Six: একটা subject-এ যখন দুটো বা তার বেশি singular noun বা pronoun "or" বা "nor" দিয়ে যুক্ত থাকে, তখন তাকে singular subject হিসেবে ধরা হয়। 
উদাহরন : 
The Principal or the headmaster approves the proposal before proceeding.


Rule Seven: একটা subject-এ যখন দুটো বা তার বেশি singular এবং plural noun বা  pronoun "or" বা "nor" দিয়ে যুক্ত থাকে, তাহলে verb এর সব থেকে কাছের noun বা  pronoun-এর বচন অনুযায়ী verb এর form হবে। 
উদাহরন : 
The student or the committee members write every day.
The committee members or the student writes every day.
The teacher or the students have to inform the principal. 
The students or the teacher has to inform the principal. 

**যখন দুটো বা তার বেশি plural noun বা  pronoun "or" বা "nor" দিয়ে যুক্ত থাকে, তাহলে সেই subject-টি plural.
উদাহরন :
Cats or dogs make good friends. 


Rule Eight: Subject-এ "each," "each one," "either," "neither," "everyone," "everybody," "anyone," "anybody," "nobody," "somebody," "someone," আর "no one" থাকলে সেখানে singular verb form হয়। 

উদাহরন : 
Each of the participants was willing to be performed.
Neither alternative proposal was accepted.
Everybody who participates in the function, gets tiffin.
No one was available to meet with me at the preferred times.

Singular subjects যদি "either-or", "neither-nor" দিয়ে যুক্ত থাকে, তাহলে subject singular verb হয়। 

উদাহরণ:
Either he or she attends the visitors.
Neither he nor she is happy.

Subjects এ যদি একবচন আর বহুবচন দুটোই থাকে, যেগুলো "either-or", "neither-nor" দিয়ে যুক্ত থাকে, তাহলে যদি plural subject verb এর কাছে থাকে, তাহলে verb plural হয়। 

Neither she nor her daughters were helped.
Either the boy or his parents have erred.

Subjects এ যদি দুরকম person বা পুরুষ থাকে, যেগুলো "either-or", "neither-nor" দিয়ে যুক্ত থাকে, তাহলে verb তার সব থেকে কাছের subject অনুযায়ী বসে। 

Either they or I am to score the goal.
Neither you nor he was tall.
Neither the boys nor the teacher is in the class.

Rule Nine: Noncount nouns or Uncountable nouns থাকলে সেখানে singular verb form হয়।
উদাহরন : 
Education is the key to success.
Diabetes affects many people around the world.
The information was relevant to include in the study.
The research on the topic was limited.
Water seeks its own level. 


Rule Ten: কিছু  countable nouns, such as "earnings", "goods", "odds", "surroundings", "proceeds", "contents", and valuables থাকলে plural verb form হয়|
উদাহরন : 
The earnings for this quarter exceed expectations.
The proceeds from the sale go to support the homeless population in the city.
Locally produced goods have the advantage of shorter supply chains.


Rule Eleven: যদি কোনো sentence-এর শুরুতে  "there is" , "there are" , “here . . . ” থাকে, তাহলে verb-এর পরের শব্দ অনুযায়ী verb এর form ব্যবহার করা হয়।

উদাহরন :
There is a book on the table. 
There are five books on the shelf. (plural) 
There is little administrative support.
There are many factors affecting teacher retention.


Rule Twelve: Collective nouns - "group," "team" "committee" "family", "class" থাকলে সেখানে singular verb form হয়।
উদাহরন : 
The group meets every day after the class.
The committee agrees on the quality of the product.

People, Police, Public, Cattle, Poultry - Plural Verb হয়।
উদাহরন : 
People want happiness.
The Police keep peace.

**সমষ্টিগত বিশেষ্যগুলি (Collective nouns একবচন বা বহুবচন উভয়েই হতে পারে, Subject-এ তারা একসাথে বা পৃথকভাবে কাজ করে কিনা তার উপর নির্ভর করে Verb-এর ব্যবহার। 
উদাহরন :
[Together, singular] The team goes to practice at 4:00. 
[Separately, plural] The team go to their own homes after practice. 

Rule Thirteen: gerunds, infinitives, বা participles এর মত বিকল্প ভাবে ব্যবহৃত verb-এর Subject-Verb Argument অনুসরণ করে না। 

উদাহরন :
The football coach makes running mandatory. 
The footballs coaches make running mandatory. 
(Running is same for both cases, where the first sentence has a singular subject so the verb is "makes", in the second sentence, subject is plural, the verb is "make".)

Rule Fourteen: একই sentence-এ comma দিয়ে verb আর subject আলাদা করা হয় না, যদি না subject-এর সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে এমন একটি নির্দিষ্ট ধরণের বাক্যাংশ ব্যবহার হয়।

উদাহরন :
The holiday is becoming a total disaster. 
The holiday, which I was looking forward to, is becoming a total disaster. 

The dog runs quickly. (No comma between "dog" and "runs")
The dog, a golden retriever, runs quickly. (Comma used to separate the appositive phrase "a golden retriever" from the rest of the sentence)


Rule Fifteen: Active থেকে passive voice change করার সময়, passive voice এর verb সেই অনুসারে হবে, যে subject হিসেবে আগে বসেছে। 
উদাহরন
They pay the electric bill online. (Active Voice)
The electric bill is paid by them online. (Passive Voice)


Rule Sixteen: যে শব্দগুলি একটি অংশ, শতাংশ নির্দেশ করে, তাদের বর্ণিত nounটির সংখ্যা অনুযায়ী verb বসে। এই nounটিতে সাধারণত “of . . . " থাকে। 

উদাহরন :
A large part (singular) of the cake (singular) is eaten.
Many parts (plural) of the car (singular) are replaceable. (i.e. many car parts are replaceable)
Fifty percent (singular) of the students (plural) pass the exam.
Half of the mangoes are rotten.
Two-thirds of the book has been read.

All of the book is ruined!
All of the books are ruined!

Some of the film is funny. 
Some of the films are funny. 

Fifty percent of the house is made of wood. 
Fifty percent of the houses are made of wood. 


Rule Seventeen: যখন দূরত্ব,সময়ের ব্যাপ্তি, বা টাকার পরিমান বোঝানো হয়, তখন সেটাকে singular হিসেবে বোঝানো হয়, তাই verb singular হয়। 

উদাহরন :
- Distances:
    - Three miles is a long distance to run. (singular)
    - Three miles are required to complete the race. (plural, emphasizing individual miles)

- Periods of time:
    - Two years is a long time to wait. (singular)
    - Two years are needed to complete the project. (plural, emphasizing individual years)

- Amounts of money:
    - $100 is a lot to spend on a gift. (singular)
    - $100 were collected in donations. (plural, emphasizing individual bills) 


Rule Eighteen: কিছু কিছু noun আছে, যাদের শুধু মাত্র plural form থাকে, কিন্তু তাদের singular অর্থে ব্যবহার করা হয়। 

উদাহরন :
The news has been depressing lately. 
Politics is getting too combative. 

*যদিও, কখনও কখনও তাদের plural form ও ব্যবহার দেখতে পাওয়া যায়, তখন verb plural এর নিয়ম অনুযায়ী বসে। 
The news stories are varied.
The politics of different countries are fascinating.


**Subject-এর Plural form যদি plural meaning নিয়ে আসে, তাহলে plural verb ব্যবহার করা হয়। যেমন, scissors, trousers
উদাহরন :
The scissors do not work.
The Trousers are made of good fibre.


**যদি একটি বহুবচন বিশেষ্য (Plural Noun) এর আগে, "pair" শব্দে থাকে, তাহলে subject টিকে একবচন হিসাবে বিবেচনা করা হয়। কারণ "pair" হল একবচন। 
উদাহরন:
The pair of scissors does not work. 


**যখন money-র কথা বলা হয়, এতে দরকার পরে singular verb, কিন্তু যখন dollars কেই বোঝানো হয়, তখন plural verb হয়। 
উদাহরন :
Five dollars is a lot of money.
Dollars are often used instead of Rubles in Russia.


Rule Nineteen: একটি Single Entity কে উল্লেখ করার সময়, যেমন একটি বইয়ের নাম, সংস্থার নাম, বা দেশের নাম, Sentence-এ  verb একবচন হয়। 
উদাহরন :
The Three Musketeers is a French historical adventure novel.


Rule Twenty: "the number of _______," দিয়ে subject শুরু হলে singular verb.
উদাহরন : 
The number of volunteers grows each year.

"a number of _______," দিয়ে subject শুরু হলে plural verb.
উদাহরন :
A number of people love kpop.

"many a ________," দিয়ে subject শুরু হলে singular verb.
উদাহরন :
Many a student finds joy in reading books during the summer holidays.


Rule Twenty-One: অনেক সময় sentence-এ "was" এর জায়গায় "were" বসানো হয়, যখন কোনো sentence-টি অবাস্তব বা কোনো ইচ্ছা প্রকাশ করে। 

উদাহরন :
If Jhulan were here, you'd be sorry.
I wish it were Friday.

**এই ধরণের sentence subjunctive mood প্রদর্শন করে, যা একটি "অনুমানিক", "ইচ্ছাপূর্ণ", "কাল্পনিক" বা "বাস্তবভাবে বিপরীত চিন্তাভাবনা" প্রকাশ করতে ব্যবহৃত হয়। subjunctive mood একবচন subject র সাথে যুক্ত হয় যা আমরা সাধারণত বহুবচন ক্রিয়া হিসেবে ধরে নিই ।

She requested that he raise his hand.
The foreman demanded that the boy wear safety goggles.

Rule Twenty-Two: যদি Subject আর তার complements দুরকম number বা বচন নিয়ে আসে, তাহলে verb subject অনুযায়ী বসে। 

উদাহরণ -
Sailors' guide was the stars.
Batsmen's main aim is more runs.


For any question, query, confusion and mistake reach me out through mail or comment.

No comments:

Post a Comment

[PART 2] How to excel in English Writing when you are weak in Writing Skill - বাংলায়

How to Improve Writing Skills in English? Part 2 - Writing Process অনেকেরই English Writing Skill করতে গেলে একটু সমস্যায় পড়তে হয়। অনেকে Engli...